ময়মনসিংহে ১০ টাকার চালে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

কার্ড থাকার পরও হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজিদরের চাল না পাওয়ায় আজ বুধবার বিক্ষোভ করেন ময়মনসিংহের এই গ্রামবাসী। ছবি : এনটিভি
ময়মনসিংহ সদর উপজেলায় হতদরিদ্রদের জন্য সরকারিভাবে বরাদ্দ করা ১০ টাকা কেজিদরের চাল না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কার্ডধারীরা।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার ৯ নম্বর খাগডহর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন খাগডহর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বাদল, তালেব আলী, রুবেল মিয়াসহ অন্যরা।
আবু সাঈদ বাদল অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম সোহাগ হতদরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজিদরের তিন হাজার ৩৬০টি কার্ড পেলেও, বিতরণ করেছেন দুই হাজার ৫০০ কার্ড। এর মধ্যে আটশ কার্ডের চাল তিনি নিজেই উত্তোলন করে বাজারে বিক্রি করেছেন বলে অভিযোগ করা হয়।
এ ছাড়া তালিকায় থাকা অনেক হতদরিদ্র মানুষ কার্ড পাননি বলেও মানববন্ধন থেকে অভিযোগ করা হয়।