ভালুকায় পিকআপচাপায় নিহত ৩, আহত ৮

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পিকআপভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আটজন। তাঁদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার কাঁঠালী রাসেল স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত তিনজন হলেন ভালুকার কাঁঠালী গ্রামের আনোয়ার (১৮), আশরাফুল (২৫) ও মামারীশপুর গ্রামের আমেনা (৩৫)।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, রাসেল স্পিনিং মিলের শ্রমিকরা রাতের দায়িত্ব শেষ করে বাড়ি ফেরার জন্য ভোরে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ময়মনসিংহগামী পানির ড্রামভর্তি একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর উঠে যায়। এতে আনোয়ার ও আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। আর মামারীশপুর গ্রামের রমিজ উদ্দিনের স্ত্রী আমেনা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।