ময়মনসিংহে ইউপি উপনির্বাচন সোমবার

ময়মনসিংহে ভোট জালিয়াতি, ব্যালট ছিনতাই, সংঘর্ষসহ বিভিন্ন কারণে বন্ধঘোষিত কেন্দ্রে আগামীকাল সোমবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলার সাতটি উপজেলার ১১টি ইউনিয়নে এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে উপনির্বাচন এবং একই উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বন্ধঘোষিত বানুয়াকান্দা দাখিল মাদ্রাসাকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে উপনির্বাচন, কুশমাইল ইউপির বন্ধঘোষিত কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ভবানীপুর ইউপির বন্ধঘোষিত ভবানীপুর সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচন হবে।
গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের বন্ধঘোষিত পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নিগুয়ারি ইউপির পাতলাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউপির বন্ধঘোষিত বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটুলি রহমত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং কানিহারি ইউপির বন্ধ ঘোষিত থাপনহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউপির জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ আসনে সমভোটের কারণে নতুন করে ভোট হচ্ছে।
ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউপির সাধারণ আসনে সমভোটের কারণে চারুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নতুন কারণে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে (পূর্ণাঙ্গ নির্বাচন) চেয়ারম্যান পদে সাত, সংরক্ষিত আসনে তিন এবং সাধারণ আসনে ৪৭ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. নুরুল ইসলাম।