নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

নেত্রকোনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজের যৌথ আয়োজনে শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল হাসান নোমান, সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম, ডা. মাজারুল আমীনসহ স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, রক্তদান একটি মহৎ ও মানবিক উদ্যোগ, যা অন্যের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। এই কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে, যা জনস্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করবে।
দিনব্যাপী কর্মসূচিতে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপসহ নানা ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। নেত্রকোনার ছাত্রসমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বাস্থ্যকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন।