ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ নারী গ্রেপ্তার

ময়মনসিংহে মাদকসহ গ্রেপ্তার আইরিনকে আজ শনিবার গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব। ছবি : এনটিভি
ময়মনসিংহে ইয়ারা ও হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার রাতে শহরের গাঙ্গিনারপাড় এলাকা থেকে আইরিন (৩০) নামে ওই নারীকে গ্রেপ্তার করে র্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির একটি দল।
র্যাব ১৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বেগম শামীম আরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের রেলস্টেশন রোডের বাংলাদেশ ফুটওয়্যার-এর ফুটগার্ড সুজ নামক দোকানের সামনের ফুটপাথ থেকে আইরিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৯০টি ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন সেট ও মাদক বিক্রির তিন হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইরিনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলাও করা হয়েছে।