নেত্রকোনায় অনুদান পেল ৪২ শিক্ষার্থী

নেত্রকোনায় শিক্ষা অনুদান পেয়েছে ৪২ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী। জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি ফোরামের উদ্যোগে এ অনুদান দেওয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) ড.মুশফিকুর রহমান।
আঞ্জুমান ৭৮ ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার সাবেক সরকারপক্ষের কৌঁসুলি (এপিপি)মাহফুজুল হক।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ চিকিৎসক ডা. এম এ হামিদ খান, শিক্ষক অরুণ কান্তি সরকার, মাইনুদ্দিন তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম মোস্তাফিজুর রহমান, ডা. আনিছুর রহমান, বাসেত খসরু, নাসির উদ্দিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম, নবম ও ১০ম শ্রেণির ৪২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে রজনীগন্ধার স্টিক ও এক হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।