নেত্রকোনায় মাদকসহ সাংবাদিক আটকের দাবি পুলিশের

মাদকসহ সাংবাদিক আটকের দাবি করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিলসহ দৈনিক আমাদের সময় পত্রিকার আজহারুল ইসলাম বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আজহারুল ইসলাম বিপ্লবকে আটক করে। জেলা শহরের ছোটবাজার হোটেল আল নুরের সামনে তাঁকে আটকের পর দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এরপর তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তি অনুযায়ী দৈনিক আলোকিত বাংলাদেশ ও বাংলাদেশ টুডে নেত্রকোনার জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আমিন রূপককে শুক্রবার বেলা ৩টার দিকে নগরীর মেথরপাড়া এলাকা থেকে আটক করা হয়।
এ ব্যাপারে আজাহারুল ইসলাম বিপ্লবের সঙ্গে কথা বললে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘আমি বিভিন্ন সময়ে জেলার অপরাধবিষয়ক প্রতিবেদন করার কারণে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার এএসপি মো. ছানোয়ার হোসেন বলেন, আজহারুল ইসলাম বিপ্লব দীর্ঘদিন ধরে জেলা শহরে মাদকের ব্যবসা করে আসছে। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।