দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দীনেশচন্দ্র সেন ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। যত দিন বাংলা সাহিত্য বেঁচে থাকবে তত দিন এই গুণীজনের নাম অবিস্মরণীয় হয়ে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আমলেই তিনি জায়গা করে নিয়েছিলেন বাংলা সাহিত্যে।
আজ বৃহস্পতিবার বিকেলে দীনেশচন্দ্র সেনের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
স্থানীয় বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের যৌথভাবে এ আয়োজন করেছে।
এ সময় প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান আরস্ত খান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহীউদ্দীন, সংগঠনের সভাপতি মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী সাইদুর রহমান বয়াতি, কিরণ চন্দ্র রায়, শিল্পী আবুল বাশার আব্বাসী। পরে মুকুল নৃত্যকলা একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।