নেত্রকোনায় আ. লীগের আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে আহমদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও অসীম কুমার উকিলকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করায় আজ বৃহস্পতিবার নেত্রকোনায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। পরে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
নেত্রকোনার দুই সন্তানকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়ায় নেতাকর্মীরা দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান।
নেত্রকোনা সরকারি কলেজের সাবেক জিএস জেলা যুবলীগ নেতা সোহেল-অর-রহমান খান শুভ্রর নেতৃত্বে মিছিলটি সাতপাই রেলক্রসিং বাজার থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ছোট বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মেদনী ইউনিয়ন পরিষদের (ইউপি)চেয়ারম্যান জিল্লুর রহমান খান নোমান, যুবলীগ নেতা আবদুল ওয়াদুদ, ছাত্রলীগ নেতা ইমরান খান প্রমুখ। পরে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।