রাবি শিক্ষার্থী লিপু হত্যায় রুমমেট রিমান্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলার আসামি তাঁর রুমমেট মনিরুল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালত ১-এর বিচারক মোকসেদা আসগর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, লিপু হত্যায় রুমমেট মনিরুল ইসলামের সম্পৃক্ততা থাকতে পারে এমন সন্দেহে তাঁকে আটক করা হয়। পরে ২৩ অক্টোবর তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
‘আজ বুধবার সকালে মনিরুল ইসলামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন লিপু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অশোক চৌহান। আদালত তাঁর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন’, যোগ করেন ওসি।
লিপু হত্যার দিনই জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলাম, বন্ধু প্রদীপ বিশ্বাস ও হলের দুই নিরাপত্তা প্রহরীকে থানা হেফাজতে নেয় পুলিশ। আটকের পরদিন রুমমেট মনিরুলকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। মনিরুল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
গত ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশ থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। লিপু হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। ওই দিন সন্ধ্যায় লিপুর চাচা মো. বশির বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা করেন।