শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও র্যালি

সারা দেশে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
‘গড়তে শিশুর সুন্দর জীবন, রুখতে হবে শিশু নির্যাতন’ স্লোগানকে সামনে রেখে সারা দেশে শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) ও বাংলাদেশ শিশু একাডেমি নেত্রকোনার জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে প্ল্যান-বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় সোমবার এই মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত নেত্রকোনা শিশু একাডেমির কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা শহরে একটি র্যালি বের হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী জামান। র্যালিতে শিশু একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।