বারহাট্টার ছেলে-মেয়ে উভয় দলই চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শনিবার বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোছাইন আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) কাজী মহুয়া মমতাজ প্রমুখ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বারহাট্টা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছেলে) দল টাইব্রেকারে মোহনগঞ্জ মান্দারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে (মেয়ে দল) বারহাট্টার বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে কেন্দুয়ার গোপাল আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান ও বিশেষ অতিথি পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।