নেত্রকোনা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিএনপির কার্যালয় বন্ধ

নেত্রকোনা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপির কার্যালয় বন্ধ করে দিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা শহরের ছোট বাজারে দলীয় কার্যালয়ে এসে ওয়েল্ডিং মেশিন দিয়ে কলাপসিবল গেট বন্ধ করে দেন।
বিক্ষুব্ধ ছাত্রদলকর্মীদের অভিযোগ, তৃণমূলের কর্মীদের মতামত না নিয়েই কোনো প্রকার কাউন্সিল ছাড়াই দীর্ঘ ১৪ বছর পর কেন্দ্র থেকে এ কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের নতুন কমিটির পদত্যাগী সহসভাপতি তৌফিক খান মিল্কী বলেন, ‘যত দিন অবৈধ পকেট কমিটি না ভাঙা হবে, তত দিন আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে। আমাদের দাবি না মানলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের কর্মসূছি ঘোষণা করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন পদত্যাগী সিনিয়র সহসভাপতি সারোয়ার আলম এলিন, এস এম দেলোয়ার হোসেন, মাহমুদ মোস্তফা ঝলমল, সামছুল হুদা শামীম, এটি এম মোস্তফা জামান মামুন, যুগ্ম সম্পাদক শাহরিয়ার রহমান সাইদ, লতিফুল হক চৌধুরী সুজন, মাজহারুল ইসলাম জিপু ও এম এ সাঈদ ইমরান।