কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ মানব পাচারকারী নিহত

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের মেহেরঘোনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দেশে তৈরি একটি এলজি বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করে।
পুলিশের দাবি, বেলাল মানব পাচারকারী দলের সদস্য। তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কাউয়ার পাড়া এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরঘোনায় মানব পাচারকারীর আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মানব পাচারকারীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তারা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে বেলাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি এলজি বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। নিহত বেলাল হোসেন জেলার শীর্ষ মানব পাচারকারীদের অন্যতম। তাঁর বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।