মানিকগঞ্জে ইলিশ ধরায় ১৬ জেলের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা ও হরিরামপুরের পদ্মা নদীতে প্রজনন সময়ে ইলিশ ধরার দায়ে ১৬ জেলেকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ সোমবার দুপুর ২টার দিকে শিবালয় ও হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) আলাদা আলাদা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ওই কারাদণ্ডাদেশ দেন।
শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, রোববার রাতে উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে নয়জন জেলেকে আটক করা হয়। এরপর তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ।
কারাদণ্ডাদেশ পাওয়া জেলেরা হলেন পাবনা জেলার শাজাহান হোসেন (২৫), ঈমান শেখ (২৪), নাছির শেখ (২৫), আলিম প্রামাণিক (৩৫), সালাম শেখ (৩০), আব্দুল খালেক (২৮) রাজবাড়ী জেলার আলম ফকির (৩৫), খলিল প্রামাণিক (৪০) ও মানিকগঞ্জ সদর উপজেলার শওকত খান (২২)।
এ ছাড়া হরিরামপুর ইউএনও রুবিনা ফেরদৌস জানান, উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ ধরার কারণে সাত জেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, হরিরামপুর উপজেলার মজিবর রহমান (২৮), লিটন মিয়া (২২), আমির ব্যাপারী (৪০), পান্নু শেখ (৩২), সেলিম মিয়া (২৩), শাহাবুদ্দিন খান (২২) ও শেখ মান্নান (২৮)।