নেত্রকোনায় হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা

নেত্রকোনায় হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। নেত্রকোনা সমাজকল্যাণ সমিতি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র রোগীদের জন্য পরিচালিত ‘ফ্রি হার্ট ক্যাম্পে’ এ চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার সকালে নেত্রকোনা জেলা শহরের সাতপাই চক্ষু হাসপাতালে হার্ট ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক ও সমাজকল্যাণ সমিতির সভাপতি ড. মুশফিকুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক ও সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিয়র রহমান খান, প্রবীণ চিকিৎসক এম এ হামিদ খান, সাবেক এম এন অ্যাডভোকেট সাদির উদ্দিন আহম্মেদ, নেত্রকোনা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদ, প্রবীণ শিক্ষক মো. ছায়েদুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান, চক্ষু হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মাজাহারুল ইসলাম প্রমুখ।
নেত্রকোনা জেলা পরিষদের সহযোগিতায় হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আবুল খায়েরের নেতৃত্বে ডা. এ. কে. এম নিজামুল হাসান, ডা. মুস্তাফিজুর রহমানসহ পাঁচজন চিকিৎসক দিনব্যাপী শতাধিক হৃদরোগীর চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় ৩০ জন রোগীর ইসিজি সেবা প্রদান এবং সব রোগীর ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।