ময়মনসিংহের আঠারবাড়ী বাজারে আগুন, অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী বাজারে মনিহারি মহলে আগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাতটি দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগ্নিকাণ্ডে পুড়ে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। স্থানীয়রা জানায়, আঠারবাড়ী বাজারে মনিহারি মহলে আগুন লাগার একপর্যায়ে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। আগ্নিকাণ্ডে বেশির ভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী বাজারে মনিহারি দোকানে এ আগুন লাগে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অর্ধ কোটি টাকার বেশি ক্ষতি হয়।