ঘূর্ণিঝড়-বন্যার পূর্বাভাস জানা যাবে পাঁচদিন আগেই

ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাস পাঁচদিন আগেই দেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ বুধবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত ব্রিফিং-এ মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, যেকোনো মোবাইল ফোন থেকে ১০৯০ নম্বরে ডায়াল করে বিনা পয়সায় আবহাওয়ার পূর্বাভাস জানা যাচ্ছে।
ত্রাণমন্ত্রী জানান, আগামীকাল বৃহস্পতিবার নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন। দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলগুলো জানাতে হবে’।
মন্ত্রী জানান, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বজ্রপাতসহ দুর্যোগকালে কী ধরনের কৌশল অবলম্বন করতে হবে তা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। এখন তা ছড়িয়ে দিতে গণমাধ্যমসহ সবার সহযোগিতা চান তিনি।