নেত্রকোনায় মুখোশধারী দুর্বৃত্তের আতঙ্ক

নেত্রকোনার এক গ্রামে গত বুধবার মুখোশধারী একদল দুর্বৃত্ত ছুরিকাঘাত করে মসজিদের এক ইমামকে। এর পর শুক্রবার রাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হন নয়ন মিয়া নামের এক ব্যক্তি।
জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের আধপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই গ্রামে।
মসজিদের ভেতরে ঢুকে হাফেজ বিল্লাল হোসেন নামের এক ইমামকে বুধবার রাতে মুখোশধারী দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। দুই দিনের মাথায় একই কৌশলে মুখোশধারী দুর্বৃত্তরা একই গ্রামের আবদুল করিমের বাড়ির গৃহকর্মী নয়ন মিয়ার ওপর হামলা করে।
আবদুল করিম জানান, নয়ন বৈঠক ঘরে ঘুমিয়ে ছিল। ঘরে ঢুকে দুর্বৃত্তরা নয়নকে হাত-পা রশি দিয়ে এবং গলায় ও মুখে কাপড় দিয়ে বেঁধে রাখে। জবরদস্তির একপর্যায়ে বাড়ির লোকজন টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নয়নকে গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, স্থানীয় কোনো সন্ত্রাসী বাহিনীর সঙ্গে আঁতাত করে একটি চক্র এলাকায় শান্তি-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য এ কাজ করছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ ঘটনার রহস্য উদ্ঘাটন করে বিচারের দাবি জানান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, অভিযোগ পেলে এ ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।