নেত্রকোনায় নদী থেকে লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জয়নাল আবেদিন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পাটকুড়া নদীর নওপাড়া ব্রিজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জয়নাল কান্দিউড়া ইউনিয়নের পারলা গ্রামের রহিম উদ্দিনের ছেলে। ময়নাতদন্তের জন্য জয়নালের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নওপাড়া ব্রিজের নিচে পাটকুড়া নদীতে এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। বেলা ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে।
কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে।