নেত্রকোনায় ঘুমন্ত ইমামকে ছুরিকাঘাত

নেত্রকোনায় সদর উপজেলায় ঘরে ঢুকে এক ইমামকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার আধপুর গ্রামের উত্তর-পূর্বপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত ইমাম হাফেজ বিল্লাল হোসেনকে রাতেই নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ রাতেই ইমামকে দেখতে হাসপাতালে যায় বলে এনটিভি অনলাইনকে জানান নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান। তিনি বলেন, এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইমাম বিল্লাল হোসেন হাসপাতালে জানান, গতকাল গভীর রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল মুখোশধারী মসজিদ এলাকায় তাঁর ঘরে ঢুকে ছুরিকাঘাত করে। তাঁর ধারণা, এরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হতে পারে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।
বিল্লাল স্থানীয় বালী মহিষহাটী মাদ্রাসার ছাত্র। তিনি এক মাস আগে মসজিদের ইমাম হিসেবে যোগদান করেন। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়।