নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীসহ গ্রেপ্তার ৪

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে জান্নাতুল (২২) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধারের এক মাস পর এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন জান্নাতুলের স্বামী উপজেলার রামবাড়ী গ্রামের রুপন মিয়া (২৫), একই গ্রামের বুলবুল মিয়া (৩৫), বিরিশিরি গ্রামের আবুল হোসেন (৩৫) ও আসাদ মিয়া (২৮)।
গতকাল মঙ্গলবার রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার বিরিশিরি ও কাকৈরগড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জান্নাতুলের স্বামী রুপন মিয়া, তাঁর সহযোগী বুলবুল মিয়া, আবুল হোসেন ও আসাদ মিয়াকে গ্রেপ্তার করে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর জান্নাতুলের মা সখিনা খাতুন মেয়ের স্বামী রুপনকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ৩ সেপ্টেম্বর নেত্রকোনার দুর্গাপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাতপরি চয় এক তরুণীর গলিত লাশ উদ্ধার করে। শ্মশানঘাট এলাকায় চুল পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি থানায় জানান। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মাটি খুঁড়ে গলিত লাশটি উদ্ধার করে। পরে মেয়ের লাশ শনাক্ত করেন জান্নাতুলের মা সখিনা খাতুন। এ ঘটনায় পরদিনই মামলা করেন তিনি।