নেত্রকোনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষ

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার মদনে শেষ হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে নেত্রকোনার মদন উপজেলার বাঁশরী উচ্চ বিদ্যালয়ের পুকুরে গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাঁতার প্রশিক্ষণ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খুরশীদ শাহরিয়ার।
প্রশিক্ষণ শেষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আবদুল বারী, বাঁশরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাফায়েতউল্লা রয়েল, বাঁশরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এ সময় মদন উপজেলার সাঁতার প্রশিক্ষণে অংশ নেওয়া আটটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
মাসব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন স্কুলের ৮০ জন সাঁতারু অংশ নেন। প্রশিক্ষক লুৎফুর রহমানের তত্ত্বাবধানে তাঁদের মধ্য থেকে ৩০ জনকে পরবর্তী পর্বের জন্য বাছাই করা হয়। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ১০ জন প্রতিভাবান সেরা সাঁতারুর নামের তালিকা ঢাকায় পাঠানো হয়েছে।