নেত্রকোনায় চা দোকানির লাশ উদ্ধার

নেত্রকোনা জেলা শহরের হোসেনপুরে সোমবার গভীর রাতে বুলবুল (২২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, হোসেনপুর এলাকার চায়ের দোকানি বুলবুলের লাশ আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশে নদীর তীরে একটি গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় লোকজন। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে বুলবুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।