ঢাকা শহরে পানির ঘাটতি নেই : মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা শহরে চাহিদা অনুযায়ী পানির কোনো ঘাটতি নেই।
আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমানে ঢাকা শহরে পানির চাহিদার পরিমাণ দৈনিক ২১৪ থেকে ২৩০ কোটি লিটার। এর বিপরীতে ঢাকা ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা দৈনিক ২৪৫ কোটি লিটার।
মন্ত্রী আরো বলেন, রাজধানীতে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য পুরাতন পাইপলাইন পরিবর্তন করে সর্বাধুনিক ডিস্টিকট মিটারড এরিয়া (ডিএমএ) পদ্ধতির মাধ্যমে পানি সরবরাহের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ জন্য দুটি মেগা প্রজেক্ট দ্রুততার সঙ্গে কাজ করছে।