শিশুকে বলাৎকার, ইমামকে ধরে পিটুনি

নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নে মসজিদের এক ইমামের বিরুদ্ধে এক শিশুকে (৬) বলাৎকারের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে এই ঘটনার সময় ওই ইমামকে হাতেনাতে আটক করে পিটুনি দেয় এলাকার লোকজন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
শিশুটি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আটক ইমাম সিরাজুল ইসলামও পুলিশ পাহাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাড়ি সদর উপজেলার মদনপুর ইউনিয়নে।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ওই শিশুকে ধর্মীয় শিক্ষার জন্য বাড়ির কাছে মসজিদের ইমামের কাছে পড়তে দেওয়া হয়। কিন্তু সপ্তাহ খানেক ধরে শিশুটি কিছুতেই মসজিদে পড়তে যেতে না চাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহের সৃষ্টি হয়। শিশুর কাছ থেকে জানতে পারে ইমাম তাকে বলাৎকার করে। এ ভয়ে সে পড়তে যেতে চায় না।
শিশুটির মা বলেন, ঘটনার সত্যতা যাচাই করতে গত শনিবার রাতে তার ছেলেকে ইমামের কাছে পড়াতে পাঠিয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী আড়ালে অপেক্ষা করে। ইমাম বলাৎকার করলে এলাকাবাসী তাঁকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুটির মা ইমাম সিরাজুল ইসলামের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেছেন।