বিএনপি নয়, আ.লীগই আসল জাতীয়তাবাদী দল : জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, আওয়ামী লীগই দেশের আসল জাতীয়তাবাদী দল।’ তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা দিয়ে যারা মন্ত্রী বানাতে পারে সে দল কি জাতীয়তাবাদী দল হতে পারে? যে রাজাকারদের সহযোগিতায় ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়েছে, তাদেরকে যারা দেশে ফিরিয়ে আনতে পারে, তারা কি জাতীয়তাবাদী হতে পারে?’
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ বুধবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সন্ত্রাস ও ষড়যন্ত্র বনাম উন্নয়ন ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনায় জয় এ কথা বলেন। সুচিন্তা ফাউন্ডেশন এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।urgentPhoto
অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘স্বাধীনতা, গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে যে দল, যুদ্ধাপরাধীদের-সন্ত্রাসীদের বিচার করছে যে দল, সে দলই হচ্ছে আসল জাতীয়তাবাদী দল। বাংলাদেশের আসল জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।’ তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সেই দল, যে দল দেশের স্বার্থের জন্য বিশ্বের কারো কাছে মাথা নত করে না। বিশ্বের চাপের মুখেও যুদ্ধাপরাধীদের ফাঁসি দিতে পারে। কারণ দেশের জনগণ দলটির সাথে আছে বলেই আমরা এটা করতে সাহস পাই।’
বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে সজীব ওয়াজেদ বলেন, ‘এ দলটি দেশে-বিদেশে ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আমি যেখানে থাকি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আমাকে অপহরণ করে হত্যার জন্য এক বিএনপি নেতার ছেলে ষড়যন্ত্র করেছিল। সে কারণে বিএনপির নেতার সেই ছেলে এখন কারাগারে আছে।’ সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি ষড়যন্ত্র করেছিল বলে জয় অভিযোগ করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিশ্বের সামনে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। স্বাধীনতার পক্ষের শক্তি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কেউ আমাদের মাথা নিচে নামাতে পারবে না। গত ছয় বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে আমাদের কারো কাছে হাত পাততে হয়নি। সবচেয়ে বড় কথা নেপালের প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের বিমান পানি-চাল-কম্বল নিয়ে সাহায্য করতে যাচ্ছে।’
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত মেয়র আনিসুল হক ও মোহাম্মদ সাঈদ খোকন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন লেখক সৈয়দ শামসুল হক, সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়কএ আরাফাত প্রমুখ।