ভূমি জালিয়াতির মামলায় সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

নেত্রকোনায় সরকারি ও ব্যক্তিগত ভূমি জালিয়াতির মামলায় দুজন সরকারি কর্মকর্তা, একজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আজ বুধবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হচ্ছেন নেত্রকোনা সদর ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা বিনয় চন্দ্র সেন (৫৫), উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. মনিরুল হক (৪৫), জেলার মদন উপজেলার নায়েকপুর ইউপির সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান খান মানিক (৬০) ও তাঁর স্ত্রী হোসনে আরা খানম রীনা (৫০)।
এঁদের মধ্যে সরকারি দুই কর্মকর্তাকে তাঁদের কার্যালয় থেকে এবং সাবেক চেয়ারম্যান ও তাঁর স্ত্রীকে নেত্রকোনা পৌর শহরের সাতপাই নদীর পাড় এলাকার তাঁদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমীন।
এসআই জানান, ব্যক্তিগত সম্পত্তি, সরকারি সম্পত্তি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নামজারি করে ভোগদখলসহ আত্মসাতের এবং আত্মসাতে সহযোগিতার অভিযোগে তাদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা করা হয়। বুধবার মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
এসআই আরো জানান, গ্রেপ্তারের পর চার আসামিকে নেত্রকোনা আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।