আবারো ফুটবল মাঠে উপমন্ত্রী জয়

নেত্রকোনায় শুরু হয়েছে জেলা প্রশাসক আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়।
এ সময় উপমন্ত্রী নেত্রকোনা সদর উপজেলা একাদশের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন। জেলার ১০ উপজেলার অংশগ্রহণে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় নেত্রকোনা সদর উপজেলা একাদশ ও দুর্গাপুর উপজেলা একাদশকে ৪-১ গোলে পরাজিত করে।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ফুটবল ফেডারেশানের জেলা সভাপতি সাইফ খান বিপ্লবসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।