নেত্রকোনায় ভূমি কার্যালয়ে অপেক্ষাগার উদ্বোধন

নেত্রকোনায় ভূমি কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের জন্য নির্মিত অপেক্ষাগার ‘বসুধা’ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে এ অপেক্ষাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
এ সময় জেলা প্রশাসক সঠিকভাবে ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার জন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ উপলক্ষে সদর ভূমি কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসেন আকন্দ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মোস্তারী কাদেরী, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পূর্ণেন্দু দেব, জেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক ভজন দাস প্রমুখ।
অনুষ্ঠানে ভূমি কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জেলা প্রশাসক ভূমি কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।