নেত্রকোনায় নবজাতকসহ নারীর গলিত লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নবজাতকসহ অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য নবজাতকসহ নারীর মরদেহ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ জালিয়ার হাওর থেকে নবজাতকসহ নারীর লাশ উদ্ধার করে।
ওসি আরো বলেন, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ বছর। উদ্ধার করার সময় মৃত নারীর পেট থেকে নবজাতকের মরদেহ বের হয়ে আসে। পোকা-মাকড়ে খাওয়া অর্ধগলিত নারীর মরদেহে চামড়া ছিল না।