বিয়ের আসরে ইউএনও, কনের বাবা-মামার জেল

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ে দেওয়ার আয়োজন করায় কনের বাবা ও মামাকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গণ্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন কনের বাবা আবুল কাশেম (৫৫) এবং একই গ্রামের কনের মামা আবু আক্কাছ (৫০)।
কেন্দুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উত্তম কুমার দাস বলেন, আবুল কাশেমের মেয়ে হাকিমা আক্তার মনি (১৪) পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ির রায় বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের সাহেদ আলীর ছেলে কাঞ্চন মিয়ার (২১) সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তুতি সম্পন্ন করেন কনের বাবা কাশেম। আজ ছিল বিয়ের নির্ধারিত দিন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মুহাম্মাদ মুতাসিমুল ইসলাম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়ে বিয়ে বন্ধ করেন। পাশাপাশি তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা আবুল কাশেম ও মামা আবু আক্কাছকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।