বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের স্থান নেই

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এসব অপকর্ম যারা ঘটাতে তৎপর, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
গতকাল বুধবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জয়।
ক্রীড়া উপমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। তাঁর সব উন্নয়নকাজে বাধা সৃষ্টি করতেই কিছু অসাধুচক্র সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো অপকর্মের চেষ্টা চালাচ্ছে। কিছুতেই তাদের ছাড় দেওয়া হবে না।
নেত্রকোনা সদর উপজেলার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আবদুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা আওয়ামী লীগের নেতা নূর খান মিঠু প্রমুখ।