লতিবান প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিত ভবনের উদ্বোধন

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট নিরসনে প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে বর্ধিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা দুই কক্ষ বিশিষ্ট বর্ধিত ভবনের উদ্বোধন করেন।
এ উপলক্ষে লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিকাশ মনি চাকমার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছাড়াও পানছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মো. নুরুল আমীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, সরকার সীমিত সামর্থের মধ্যেও সবার জন্য মানসম্মত শিক্ষা অর্জনে কাজ করে যাচ্ছে। এতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এবং এলাকার সচেতন মহল, অভিভাবকদের এগিয়ে আসতে হবে।
পানছড়ি উপজেলার লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে উন্নীত করায় শ্রেণিকক্ষ সংকট দেখা দেয়। প্রায় সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে জাবারাং কল্যাণ সমিতি ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করে।