নেত্রকোনায় ৩৫৬ ইয়াবাসহ তিনজন আটক

নেত্রকোনায় অভিযান চালিয়ে ৩৫৬ ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার ভোরে কেন্দুয়া উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সাড়ে নয় হাজার টাকা, তিনটি মোবাইল ও ১০টি মোবাইল সিম উদ্ধার করা হয়।
আটক তিনজন হলেন মো. খায়রুল ইসলাম ভূইয়া (৩৫), মো. শাহিন (৩৯) ও মো. আবুল খায়ের মাহবুব আলম (৩৪)। তাঁদের সবার বাড়িই নেত্রকোনার কেন্দুয়া এলাকায়।
র্যাব-১৪ ময়মনসিংহ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসনোটে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি কেন্দুয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।