নেত্রকোনায় পুলিশের সচেতনতামূলক প্রচারণা

নেত্রকোনায় সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী। ছবি : এনটিভি
ঈদকে সামনে রেখে রেল, বাস স্টেশনে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে পোস্টার ও লিফলেট বিতরণ মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করেছে নেত্রকোনা পুলিশ। আজ রোববার এই কার্যক্রম শুরু হয়েছে।
সকালে জেলা পুলিশের উদ্যোগে নেত্রকোনা বড় রেল স্টেশন, কোর্ট স্টেশন,আন্তজেলা বাস টার্মিনালসহ বিভিন্ন বাস টার্মিনালে সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকতারা।
পুলিশ জানায়, জেলাব্যাপী প্রচারণা কার্যক্রমের মাধ্যমে জনগণকে জঙ্গিবাদ ও অজ্ঞান পার্টি সম্পর্কে সচেতন করা হচ্ছে।