বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে। গতকাল শনিবার উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য রেজাউল করিম ভূঞার বিরুদ্ধে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব অভিযোগের বরাত দিয়ে জানান, উপজেলার বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে বাড়িতে রেখে গত ২ সেপ্টেম্বর পরিবারের অন্য সদস্যরা পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যায়।
একইদিন ওই নারীর চাচাতো বোনের স্বামী সেনাসদস্য রেজাউল করিম ওই বাড়িতে আসেন। এ সময়ে ধর্ষণের শিকার হন ওই নারী।
ওসি অভিরঞ্জন জানান, অভিযুক্ত রেজাউল পলাতক। অভিযোগ দায়েরের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।