কিশোরী ফুটবলারদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বের গ্রুপ পর্যায়ের চ্যাম্পিয়ন দলের ফুটবলার ধোবাউড়ার কলসিন্দুরের মেয়ে তাসলিমার বাবাকে মারধর এবং বাসে ফুটবলারদের লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগ।
আজ ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ওই সংগঠনের জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জন-উদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলাম চুন্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক মিল্লাত, মোয়াজ্জম হোসেন বাবুল, আবুল কাশেম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, শিক্ষক সুলতান উদ্দিন, আবদুল মোতালেব লাল প্রমুখ।
গত বুধবার তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধর করার অভিযোগ ওঠে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক জুবেদ তালুকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজারের মহিলা মার্কেটে এ ঘটনা ঘটে। পরে গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষককে বহিষ্কার করে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।
এদিকে গত বুধবার ঢাকা থেকে লোকাল বাসে করে বাড়ি ফেরে কলসিন্দুরের মেয়েরা। আর বাসে উত্ত্যক্তের শিকার হতে হয় চ্যাম্পিয়ন ফুটবলারদের। বাসে ফুটবল ফেডারেশনের কোনো কর্মকর্তা এবং ওদের কোনো অভিভাবক ছিলেন না।