নেত্রকোনায় কারাতে শিক্ষার্থীদের জঙ্গিবিরোধী মানববন্ধন

নেত্রকোনায় কারাতে শিক্ষার্থীদের জঙ্গিবিরোধী মানববন্ধন। ছবি : এনটিভি
নেত্রকোনা জেলা শহরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে কারাতে একাডেমির শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলার সময় সন্ত্রাস-জঙ্গিবাদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক সভাপতি শামীম খান টিটু, জেলা উশু অ্যাসোসিয়েশনের সভাপতি খায়রুল ইসলাম বাবুল, জেলা উশু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক নাদিম আহমেদ।
এ ছাড়া মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়।