মুক্তাগাছায় পুকুরে ডুবে দুই নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুজাদি এলাকায় পুকুরে ডুবে দুই নারী নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯টার দিকে ওই দুই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন মুজাদি গ্রামের গৌরাঙ্গের স্ত্রী কাকলী (৩৫) ও গোপালপুর গ্রামের সজলের স্ত্রী লিপা (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে মুজাদি গ্রামে শ্যামলের পুকুরে নামেন ওই দুই নারী। কিন্তু দীর্ঘক্ষণ পরও তাঁদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুরে নেমে তাঁদের লাশ উদ্ধার করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।