ময়মনসিংহে কারাফটক থেকে জামায়াত নেতা আটক

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে মোজাম্মেল হক আকন্দ নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে মোজাম্মেলকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
মোজাম্মেল ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি। ২০১৫ সালের ২ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়।
আইনজীবী আমান উল্লাহ বাদল জানান, মোজাম্মেলের নামে বিস্ফোরকদ্রব্য ও সন্ত্রাস দমন আইনে ১৬টি মামলা ছিল। সব মামলায় গত ৩১ আগস্ট জামিন দেওয়া হয় তাঁকে। কিন্তু এর পরও তাঁকে কারাগারে রাখা হয়।
গত সোমবার রাতে ডিবি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের গেট থেকে মোজাম্মেলকে আটক করে।
এ বিষয়ে মোজাম্মেলের স্ত্রী মাহবুবা নার্গিস জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্বামীর সঙ্গে দেখা করতে কারাগারে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর স্বামীকে ডিবি ধরে নিয়ে গেছে। এর পর তিনি ডিবির কার্যালয়ে গিয়ে স্বামীর সঙ্গে দেখা করেন।
জানতে চাইলে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম বলেন, মোজাম্মেল হক আকন্দকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।