ময়মনসিংহে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

ময়মনসিংহে দলের নেতাকর্মীরা কেক কেটে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। ছবি : এনটিভি
ময়মনসিংহে দুই পক্ষের সমর্থকরা পৃথকভাবে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের নতুন বাজারে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দর সমর্থকরা।
অন্যদিকে দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার অভিযোগ এনে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন নিজ বাসভবনের সামনে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম প্রমুখ।