ঠাকুরগাঁওয়ে কওমি ওলামা পরিষদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে আজ বৃহস্পতিবার সম্মিলিত কওমি ওলামা পরিষদ জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ে সম্মিলিত কওমি ওলামা পরিষদ জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা সম্মিলিত কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা খলিল উল্লাহ, সহসভাপতি মাওলানা ইয়াসিন আলী, হাফেজ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হক, মাওলানা খলিলুর রহমান, জামাল উদ্দিন।
বক্তারা বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একটি দেশ। এখানে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সমাজের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এ জাতীয় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করবেই।’