নলছিটিতে ইয়াবা ও জাল টাকা জব্দ, গ্রেপ্তার ১

ঝালকাঠির নলছিটিতে মহিউদ্দিন হাওলাদার মুকুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার কাঠিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটকের সময় ৫০টি ইয়াবা ট্যাবলেট ও তিন হাজার টাকার জাল নোট জব্দ করার দাবি করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মুকুল দীর্ঘ দিন ধরে কাঠিপাড়া এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। তিনি শহরে সেবনকারীদের কাছে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করত। বাড়িতে বসেই মাদকের ব্যবসা চালিয়ে যাওয়ায় এত দিন ধরা ছোওয়ার বাইরে ছিল মুকুল। স্থানীয়রা কেউ প্রতিবাদ করলে মুকুল ও তাঁর লোকজনের রোষানলে পড়তে হতো। মাদক সেবনকারীদের দিয়ে প্রতিবাদকারীদের মারধর করা ও নানা ধরনের হুমকিরও অভিযোগ রয়েছে মুকুলের বিরুদ্ধে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে মুকুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট এবং এক হাজার টাকার দুটি ও ৫০০ টাকার দুটি জালনোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং জালনোট বহনের অভিযোগে একটি মামলা করা হয়।