জঙ্গিবাদের বিরুদ্ধে নেত্রকোনায় ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ ও দেশজুড়ে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন নেত্রকোনার ওষুধ ব্যবসায়ীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কেমিস্টস ও ড্রাগিস্টস সমিতি, নেত্রকোনায় জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নেত্রকোনার সব ওষুধের দোকান বন্ধ রেখে ফার্মেসির মালিক ও কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বাংলাদেশ কেমিস্টস ও ড্রাগিস্টস সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি অজিত সাহা রায়, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহসভাপতি মুকশেদুল হোসেন, তুষার রায়, মুখলেছুর রহমান রাজা, লিটন দত্ত প্রমুখ ।
বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, স্বাধীনতাবিরোধীচক্রের বিধ্বংসী কর্মকাণ্ড প্রতিহত ও প্রতিরোধ এবং সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করার জন্য আহ্বান জানান ।