এখন আর দেশের মানুষ না খেয়ে থাকে না

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, ‘কৃষিই সমৃদ্ধি, কৃষকই আমাদের প্রাণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ কৃষিতে এক বৈপ্লবিক উন্নয়ন সাধন করেছে। এখন আর দেশের মানুষ না খেয়ে থাকে না। বাংলাদেশ আজ খাদ্যশস্য বিদেশে রপ্তানি করতে সক্ষম হচ্ছে।’
সোমবার বিকেলে নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী কৃষিপ্রযুক্তি মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে মেলার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান। কৃষিপ্রযুক্তি বিষয়ে মূল আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিলাস চন্দ্র পাল।
অনুষ্ঠানে বক্তারা সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তার নিশ্চিতকরণের ওপর জোর দেন। এর আগে মেলায় অবস্থিত ৩০টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।