ময়মনসিংহে অস্ত্র ও গুলিসহ আ. লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে অস্ত্র ও গুলিসহ আটক কায়েস ফকির। ছবি : এনটিভি
ময়মনসিংহে অস্ত্র ও গুলিসহ কায়েস ফকির নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি শাটার গান ও তিনটি কার্তুজ।
আজ মঙ্গলবার দুপুরে আটক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তার হওয়া কায়েস ফকির ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন জানান, সোমবার বিকেল ৫টায় ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন রাজধানী হোটেলে অস্ত্র কেনাবেচা হচ্ছে বলে তারা খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কায়েস ফকির পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। তাঁর দেহ তল্লাশি করে একটি শাটার গান ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভালুকা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।