নেত্রকোনায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার

নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়াকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর মাস্টারবাড়ী এলাকা থেকে বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বাবুল মিয়ার বাড়ি সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়গরদী গ্রামে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ২০০২ সালে বাবুলের বিরুদ্ধে একই এলাকার সখিনা খাতুনকে (২০) অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। আদালতে চার্জশিট দাখিলের পর থেকে বাবুল আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন। পরে তাঁর অনুপস্থিতিতেই ট্রাইব্যুনালের বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
গ্রেপ্তার বাবুল মিয়াকে গাজীপুর থেকে নেত্রকোনায় নিয়ে যাওয়ার পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয় বলেও জানান ওসি।