নেত্রকোনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি গ্রেপ্তার

নেত্রকোনায় অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক কয়েদি সুরুজ আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার গভীর রাতে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের কুশলগাঁও গ্রাম থেকে সুরুজকে গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার দুপুরে সুরুজকে আদালতে পাঠানো হয়।
শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) হাবিবের নেতৃত্বে সুরুজকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
ওসি আরো জানান, সুরুজ আলী ২০০২ সালে দায়ের করা ধর্ষণ ও অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি। তিনি মৌগাতী ইউনিয়নের কুশলগাঁওয়ের বাসিন্দা। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।