জঙ্গি দমনের প্রতিবাদ সভা!

জঙ্গিবাদের প্রতিবাদ জানাতে এসে জঙ্গি দমনের বিরুদ্ধে প্রতিবাদ জানাল নেত্রকোনা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি। শনিবার বিকেলে জেলা প্রেসক্লাবে জাতীয় শোক দিবস ও জঙ্গি দমনে এক সভার আয়োজন করা হয়।
এ সময় লক্ষ করা যায়, আয়োজকদের ব্যানারে ‘শোকসভা ও জঙ্গিদমন প্রতিবাদ সভা’ উল্লেখ রয়েছে।
শিক্ষক কল্যাণ সমিতির মতো একটি সংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস ও জঙ্গিবাদের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এ ধরনের ভুল সাংবাদিকদের ভাবিয়ে তোলে। এ ব্যাপারে সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান।
নেত্রকোনা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক শাহনাজ আক্তার বিষয়টিকে ভুল স্বীকার করে ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করার আশ্বাস দেন।
পরে ব্যানারে ভুল লেখার স্থানে কাগজ লাগিয়ে সভা শুরু করা হয়। প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক শাহনাজ আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লোকসাহিত্য গবেষক গোলাম এরশাদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ জেলা-উপজেলার শিক্ষকরা।
গত বছরের শোক দিবসের সভায়ও ব্যানানে ভুল করেছিল প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি। উপস্থিত অতিথি গোলাম এরশাদুর রহমান, এম মুখলেছুর রহমান খান বিষয়টির প্রতিবাদ জানিয়ে শিক্ষকদের আরো অধিক সচেতন হওয়ার আহ্বান জানান।